B.K.D News digital

6/recent/ticker-posts

চাকরি হারিয়ে আত্মহত্যার চেষ্টা ইতিহাসের শিক্ষিকার, লিখেছিলেন সুইসাইড নোটও


 ক্যানিং: বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের চাকরি বাতিলের নির্দেশ পর আত্মহত্যার চেষ্টা ইতিহাসের শিক্ষিকার, সঙ্গে লিখেছিলেন সুইসাইড নোটও।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারান রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক- শিক্ষাকর্মী। আর এই চাকরি হারাদের হাহাকার এখন রাজ্যজুড়ে।

চাকরি বাতিলের পর আত্মহত্যার চেষ্টা শিক্ষিকার। শিক্ষিকার পরিবার সূত্রে খবর,সুপ্রিম কোর্টে ২০১৬ সালের  এসএসসির(SSC )প্যানেল বাতিলের খবর শুনেই  ভেঙে পড়েন ওই শিক্ষিকা। বৃহস্পতিবার রাত পেরিয়ে সকালেই বাড়ির দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় বাড়ি মালিকের। পরবর্তীতে বাড়ির মালিক বুঝতে পারেন, কিছু একটা সমস্যা হয়েছে। এরপরই ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় রুম্পা সিংহ নামের ওই শিক্ষাকে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ক্যানিং হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার সঙ্গে মিলেছে একটি সুইসাইড নোটও। সেখানে নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন রুম্পা।

ওই শিক্ষিকার নাম রুম্পা সিং,তিনি মেদিনীপুরের বাসিন্দা। তিনি ক্যানিংয়ের রায়বাঘিনি হাই স্কুলের ইতিহাসের শিক্ষিকা ছিলেন। ২০১৬ সালে এসএসসি (SSC) দিয়ে রায়বাঘিনি হাই স্কুলের শিক্ষিকা হিসেবে নিযুক্ত হন তিনি। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে একাই ক্যানিংয়ের নবপল্লি এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ